রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশে খ্রিষ্টান সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মগুরু কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও। ছবি: সোহেল সরওয়ার, বাংলানিউজ
তমব্রু (বান্দরবান) থেকে: মিয়ানমারে সহিংসতার শিকার হয়ে উদ্বাস্তু হিসেবে আসা রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশে খ্রিষ্টান সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মগুরু কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও। বাংলাদেশের ক্যাথলিকমণ্ডলীর পক্ষে অসহায় রোহিঙ্গাদের জন্য ত্রাণও দিয়েছেন এই ধর্ম ব্যক্তিত্ব।
রোববার (২৪ সেপ্টেম্বর) পার্বত্য জেলা বান্দরবানে তমব্রু সীমান্ত এবং ঘুমধুম সীমান্তে ঘুরে অসহায় রোহিঙ্গাদের দুঃখ-দুর্দশার কথা শোনেন কার্ডিনাল প্যাট্রিক।
তমব্রু সীমান্ত এলাকায় কার্ডিনালকে দেখেই এগিয়ে আসেন ৬৫ বছরের বৃদ্ধা সোনা মেহের। তিনি বলেন, আমার ঘর পুড়িয়ে দিয়েছে। ছেলেকে মেরে ফেলেছে। শরীর খুব অসুস্থ। হাঁটতে পারছি না ভালো করে।
Copyright © 2016, Caritas Bangladesh. Developed By Solvebots.